অহংকার
-মহাদেব দাশ
দাম্ভিকতা বা ঔদ্ধত্যই হচ্ছে অহংকার
যা অতিমাত্রায় গর্ব করা, নিজেকে চরমভাবে
অতিরিক্ত গুরুত্ব প্রদান করার আচরণ।
অন্যকে তুচ্ছ- নিকৃষ্ট মনে করাই অহংকার,
অহংকারী ব্যক্তি চরমভাবে ঘৃনিত ও লাঞ্ছিত
অহংকার হৃদয়ের একটি রোগ, বাহ্যিক প্রকাশ আচরণে।
কারোর প্রতি ভদ্রতা ও ভালোবাসার অভাব
থাকলে অহংকার তৈরী হয়, অহংকার নেতিবাচক
মানসিকতার সংস্কৃতির বিকাশ ঘটায় মনে।
অহংকার আত্মবিশ্বাস থেকে আলাদা একটা বিষয়
যা সাধারনত মানুষকে ক্ষতি করে, এটি এমন এক
মারাত্মক মানসিক রোগ, পরিনাম খুবই ভয়াবহ।
অহংকার হচ্ছে সকল পাপের মূল ও রোগের জননী
যা মানুষের চরিত্রকে চরমভাবে কলুষিত করে।
অহংকার একটি ঘাতক ব্যাধি, মানুষের অর্ন্তজগত কে
তিলে তিলে ধংস করে দেয়।
০৭/১২/২০২৩ ইং