।। অচেনা মন।।
-মহাদেব দাশ
বসি আছি পথ চেয়ে
বসন্তের হাওয়া খেয়ে
ভুলে যেতে পারি নাতো
কোন কিছুতে।
দখিনা বাতাসেতে উতাল
করে এই মন
দুরু দুরু করে কেঁেপ উঠে
বুকটা যখন তখন।
আজও বেজে উঠে কানে
সেই নুপুরের ধ্বনি
ছন্দে হিল্লোলে তুমি মোরে
মুগ্ধ করেছো জানি।
তোমার সেই মোহনীয় রূপে
অপরুপা ভংগীমাতে
জানালার কার্নিসে দাঁড়িয়ে
থাক রোজ দ´ুবেলাতে।
তোমাকে ঘিরে আমি প্রতিদিন
স্বপ্নের জাল বুনি
বাস্তবেতে নাহি এলে কোনদিন
আসার দিন গুনি।
মরিচিকা হয়ে রয়ে গেলে তুমি
ধরা নাহি দিলে
আলেয়ার পিছনে ছুটতে ছুটতে
ক্লান্ত পথিকের দলে।