অচেনা মানুষ
    -মহাদেব দাশ

শুন্য হৃদয়ে বসে আছি আজ
আমি নি:স্ব তোমারি জন্য
তোমার সেই হাসিমাখা মুখখানি
আজও আমার কাছে অনন্য

খুব কাছের মানুষ ছিলে তুমি
সবার চেয়ে আপন
স্বযতনে তোমাকে রেখেছিলাম
হৃদয়ের কোন এক ক্ষণ


সেই যে প্রথম তোমাকে দেখেছিলাম
কোন এক দ্বিপ্রহর রাতে
লজ্জায় তোমার মুখটা লাল হয়ে গিয়েছিলো
বলেছিলে তুমি প্রাতে


অজানা কোন এক আকর্ষণ আমাকে
বিচলিত করছিলো বার বার
ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে আড়নয়নে
এক নই, দেখেছিলে আবার


সেই হাসিমাখা মুখখানি আজও আমি
স্বপ্নেতে খুজে বেড়ায়
এতো কাছে থেকেও তোমাকে আমি
পায়না কাছে এই পড়ন্ত বেলায়