অবহেলা
--মহাদেব দাশ
অবহেলা করা-
যে করে, সে অনবরত করতেই থাকে
অবহেলা পাওয়া-
যে পায়, সে অবিরত পেতেই থাকে।
যে বেশি অবহেলা করে-
তাকে আপন করে কাছে পেতে চাই
যে বেশি প্রাধান্য দেয়-
তাকেই আমরা প্রত্যাখান করি ভাই।
যাকে নিয়ে স্বপ্ন দেখি-
এক মিনিট সময় দিলে, আমি হবো ধন্য
অবহেলা পেতে পেতে-
সবকিছু হারিয়ে, জীবন হয় তুচ্ছ ও নগন্য।
আপন করতে গেলে-
কখনো অবহেলা সহ্য করতে পারবে না
অবহেলাকে দুরে ঠেলে-
নিজেকে ভালোবাসি, আর ঠকতে হবে না।
১৯/০৮/২০২১ ইং