নয়নে তোমার
--মহাদেব দাশ
তোমার ঐ দু’টি নীল নয়নে
চেয়ে থাকি আমি আপনমনে।
জন্ম থেকে জন্মান্তর অবধি
অপলক দৃষ্টি থাকবে নিরবধি।
এ ভালবাসা থাকবে নিরন্তর
তাহা জানে আমারই অন্তর।
তোমার ঐ অষ্ফুট ঠোটের হাসি
সদা আমার প্রাণে বাজায় বাঁশি।
কি জাদু আছে নয়নে তোমার
উদাসি মনটা ভরে তোলে আমার।