নিষ্ঠুর আর্তনাদ
-মহাদেব দাশ
কালের গর্ভে ঘটলো মহাকালের মৃত্যু
এ কোন নিষ্ঠুর আর্তনাদ ?
নাকি বিভীষিকা, নিদারুন বিষাদময়
কেন এ নিরবতা, নাকি চরম নিষ্ঠুরতা ?
চারিদিকে গন্ধময়, শুধুই লাশের মিছিল
এ কোন্ ফরিয়াদ ?
রাজনীতির দোলাচলে চরম কষাঘাত
নাকি জিলাপীর মারপ্যাচ, কল্পিত শাসন
সুদুর পরিকল্পনা, যাযাবর জীবন,
মূর্খ আহমকের দল, জলন্ত শকুনির থাবা
পরাজিত সৈনিকরা ঢুকরে কাঁদে
মরুপ্রান্তরে হায়েনারা ওৎ পেতে বসে আছে
ছিনিয়ে নেবে লাশ।
এ কোন পাশবিকতা, নাকি অট্টহাস ?  
অক্টোপাস বিছিয়েছে জাল
চারিদিকে অমানিশার ঘোর অন্ধকার
দুর আকাশে ঐ বেজেছে রণতরী
দিচ্ছে হুংকার, সবাই হুশিয়ার।
০৯/১২/২০২৪ ইং