নিরবতার সীমানায়
--মহাদেব দাশ
নিরবতার সীমানায় দাঁড়িয়ে
আমি একা, একজন মুর্খ যাযাবর
অর্থহীন আমি, নেই উপলব্দিবোধ
বিবর্ণ প্রজাপতি, খোলসহীন শিরদাঁড়া
নিলর্জ্জ বেশ খানিকটা।
বিবেকহীন জাতি, পুতুল নাচের মত
নেচে চলেছি অবিরাম, শ্রান্ত পথিক
দেখছি প্রতিনিয়ত, ভাবছি কোলাহল
ভাবনা অন্তহীন, শেষ ঠিকানা নেই জানা
পরিশ্রান্ত বোধহয় অনেকটা।
হচ্ছে টা কি ? কোথায় নিরপেক্ষতা ?
ধর্ষিত জাতি, লজ্জিত বিবেক, চরম নিষ্ঠুরতা
কোথায় পৌছে গেছি আমরা, শত ধিক মোর
নিষ্ঠুর মানবতা, লোলুপ দৃষ্টির ছোয়া।
শকুনের থাবা, এক ঝাক হায়েনার দল
বিষাক্ত বিবেক, প্রজ্জ্বলিত তারা নিষ্প্রভ প্রায়
বিকৃত রুচি, অশনি সংকেত, আকাশে কালো
মেঘ, চারিদিকে কেবলই মায়া।
০৯/০২/২০২৫ ইং