।। নিরব ভালোবাসা।।
--মহাদেব দাশ
ভালোবাসা- সে তো নয় কোন খেল্না
ভালোবাসায়- করো না তো কোন ছলনা।
ভালোবাসা- সে তো অফুরন্ত, সীমাহিন
কখনো কখনো ভালোবাসা গতি বিহিন।
একে একে এক মিললে ভালোবাসা হয়
একে একে এক না মিললে ভালোবাসা নয়।
ভালোবাসার গতি দুরন্ত দূর্বার
নিরবে নিভৃতে, ভালোবাসা সবার।
কোন কিছুর বিনিময়ে ভালোবাসা নয়
সত্যিকারের ভালোবাসা এমনিতেই হয়।
চোখে চোখে ইশারাতে কথা হয়ে যায়
বিনা তারে বিনা যন্ত্রে গান গেয়ে যায়।
জাতি ধর্ম তথা বয়স নেই কোন ফ্যাক্টর
মনের সাথে মন মিললে জীবনটাই ঝরঝর।
এক জনমে ভালোবেসে সাধ মেটে না
জনম জনমের সাথী হয় কয় জনা।
২১/০২/২০২৩ ইং