নেশায় মত্ত
- মহাদেব দাশ
এই পৃথিবীতে-
সবাই আমরা নেশায় মত্ত
কারন জানে শুধুই বাবু দত্ত।
কারও নেশা টাকা জমানো
কারও নেশা গাড়ী চালানো।
কারও নেশা বিড়ি খাওয়া
কারও নেশা গাজা খাওয়া।
কেউবা ছুটে টাকার পিছনে
কেউবা ছুটে মরিচিকার টানে।
কারও নেশা পানে
কারও নেশা টানে।
মদের নেশা বড় নেশা
মেয়েমানুষ হলো সর্বনাশা।
কারও নেশা প্রেম করা
কারও নেশা গান করা।
নেশার টানে ছুটছি দিনরাত্রি যত
মোরা ঘুর্নিপাকে ঘুরছি অবিরত।
১০/০৯/২০ ইং