নয়ণে তোমার
-মহাদেব দাশ
তোমার মায়াবী ঐ দুটি নয়ণ
দেখি আমি যখন তখন।
চোখের আড়াল হলে পরে
যতন করতে ইচ্ছে করে।
কি যাদু আছে ঐ নয়ণে তোমার
তাইতো ফিরে তাকায় বার বার।
তোমার ঐ নয়ণে নয়ণ রাখিয়া
দেশই নয়, বিশ্বকে জয় করিব ফিরিয়া।
যদি কভু চলে যায় আমার দুটি নয়ণ
তোমা বিনে সেদিন, হয় যেন মরন।
তুমি আমার জীবনের,নয়ণের আলো
চলে যাবো, দুঃখ নেই, তবুও ভালো।