নয়ণে যার লাগে ভালো
--মহাদেব দাশ

প্রেমের পথে কাঁটা থাকলেও,
যার নয়ণে যার লাগে ভালো।
হোক না সে কালোধালো,
তবুও সে জগতের আলো।
কালো- সে তো কালো নয়,
যদি মনের সাথে মিশে যায়।
বয়স- তো কোন বাঁধাই নয়,
যদি চোখে একবার লেগে যায়।
জাতপাতের বিচার নাহি হয়
প্রেমে, ধর্মও কোন বাধা নয়।
চোখে চোখে মিলে হয় মিলন
মনে মনে মিলে হয় একমন।
যতই দেখ তারে, ভরে না দুনয়ণ
লক্ষ তারার মাঝে টিকে থাক জীবন।
০৯/১২/২০২২ইং