নৈতিকতা ও মূল্যবোধ
-মহাদেব দাশ
বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা আলাদা
যাহা যুগ যুগ ধরে টিকে আছে
নৈতিকতা ও মূল্যবোধ সমাজকে সকল দ্ব›দ্ব সংঘাত দুর করে
শান্তি ও সমৃদ্ধি নিয়ে বেঁচে আছে।
অনেকেই নৈতিকতা ও মূল্যবোধ কে এক মনে করে থাকেন
কিন্তু দু”টি বিষয় এক নয়
পৃথিবীতে ৭০০ কোটি মানুষের বসবাস হলেও নিজেদের
সমাজ ও সংস্কৃতি আলাদা হয়।
নৈতিকতা হলো নীতি সম্পর্কিত বোধ, এক সামাজিক গুনাবলী
অনেক গুনের সমন্বয়ে তৈরী হয়
মানুষ তার পরিবার, সমাজ, রাষ্ট্র ও ধর্মের উপর ভিত্তি করে
নিয়ম কানুন ও রীতিনীতি প্রতিষ্ঠা হয়।
নিয়মগুলোর মেনে চলার প্রবনতা, মানসিকতা ও আচরণ বিধি
নীতির চর্চাই হলো নৈতিকতা
থাকবে না মারামারি, হানাহানি, অন্যায় অবিচার খুন রাহাজানি
বুঝতে পারবে জীবনের সার্থকতা।
দীর্ঘদিন একই সমাজে বাস করে অর্জিত হয় মানবীয় অভিজ্ঞতা
সেই থেকে মূল্যবোধ গড়ে উঠে
মূল্যবোধের ভিত্তি হলো ধর্ম দর্শণ, দীর্ঘদিনের লালিত আচরন
বিশ্বাস নিয়মনীতিতে বেড়ে উঠে।
সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রেই দেখা যায়
আজ নীতি হীনতায় জর্জরিত
নৈতিকতা ও মূল্যবোধকে বিসর্জন দিয়ে মানুষ ধংসের দারপ্রান্তে
আজ সমাজ হচ্ছে কলুষিত।