নাহি-বা থাকলে
--মহাদেব দাশ
ঘরের দুয়ার নাহিবা খোলো, মনের দুয়ার খোলো
মনেতে ফাগুন নাহিবা আসুক আজ বসন্ত এলো।
চোখের আলো নাহিবা থাকুক, তুমি আমার আলো
তোমার চোখে দেখি আমি, তাইতো লাগে ভালো।
মনের কালিমা দুর করো আজ, ঘুচে যাবে অন্ধকার
তোমার নয়ণে আমি কেমন, ্জানে বিশ^ভুবন চরাচর।
তুমি আমার মনের স্বপ্ন, এই বিশ^ভুবন মাঝে
তোমার কথা ভাবি আমি, সকাল সন্ধ্যা সাঝে।
কাছে তুমি নাহিবা থাকলে, তবুও তুমি আমার
হৃদয়ে তোমার ছবি, মোর মনে খুশির জোয়ার।
নাহিবা কিছু বলো তুমি, নাহিবা থাকলে আমার কাছে
তোমার দেয়া কথাগুলো আজও অন্তরে গেথে আছে।
তুমি আমার হৃদয়ে ছিলে, আছো, থাকবে চিরকাল
তোমার প্রতিক্ষায় আছি আমি, থাকবো অনন্তকাল।
২৫/০৪/২০২১ ইং