মুখ মনের আয়না
--মহাদেব দাশ
মুখ দেখে যায় না বুঝা--
কখনো কখনো হাসির আড়ালে লুকিয়ে থাকে
নিষ্ঠুর নিরবতা।
বাস্তবতার নিরিখে লুকাতে হয়, সত্যের বিপরীতে
মিথ্যের গভীরতা।
মুখ দেখে যায় না চেনা--
ডোরা কাটা এক হলেও বিড়াল কখনো
দেখাইনা হিংস্রতা।
একই অয়বব নিয়ে বাঘ মামা দেখায় তার
জঘন্য নিষ্ঠুরতা।
মুখ ফুটে যায় না বলা--
মনে মনে ভালো লাগলেও প্রথম প্রেমের কথা
বলা মুশকিল।
মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, সবই তো
হয় গড়মিল।
মুখ নাকি মনের আয়না --
মুখ মনের কথা বললেও আসল ঘটনা থাকে
সত্যের আড়ালে।
বাঘের মাসি বিড়াল হলেও একই রূপ নিয়ে
থাবা দেয় না বিড়ালে।
২৩/১১/২০২৪ ইং