মোর পিতৃদেব
--- মহাদেব দাশ
আজ সকালে মনে পরে মোর
ঋদয় খানি হলো ভেঙে ঘোর
যার ঔরসে আমি জন্মেছিলাম
পৃথিবীর আলো বাতাস দেখেছিলাম
তাকে শতকোটি প্রণাম জানাই আমি
কোনোভাবেই তার ঋণ শোধ হবে না জানি
মোর পিতৃদেব এর আজ প্রয়াণ দিবস
প্রাথনা করি তার হোক স্বর্গবাস
অধম সন্তান কে করো তুমি মাফ
হিংসে বিদ্বেষ ভুলে মন কে করো সাফ
তোমার সেবা যত্ন করতে পারিনি আমি
সন্তান হিসেবে ক্ষমা করো তুমি
তোমার অকৃতিম স্নেহ আর ভালোবাসায়
প্রাণটা জুড়িয়েছি তোমার কোলে ঘুমায়