মনুষ্যত্ববোধ
-মহাদেব দাশ
নামের মালা জপলে পরে
পাওয়া যায় কি ভগবান ?
নামাজ রোজা করলে পরে
হয় নাতো খাঁটি মুসলমান ?
মনের মালা জপলে পরে
মনটাই আসল ও শুদ্ধ হয়।
মনের কোরবানী দিলে পরে
আসল কোরবানীটাই হয়।
অহিংস নীতি নিয়ে গৌতম বুদ্ধ
ধরাধামে হয়েছিলেন মহান।
চারিদিকে হিংসা, মারামারি, খুন
বললে পরে হচ্ছি যে অপমান।
আজ কোথায় গেল জাতিসত্তা
কোথায় বিবেক ও বাঙ্গালীবাদ।
এসব কথা বলতে গেলে তুমি পাবে
লাঞ্ছনা, অপমান, মারামারি বিবাদ।
লেবাসধারী নয়, খোলসধারীও নয়
বিবেকটাকে এবার বদলাও।
সত্যিকারের ধার্মিক যদি হতে চাও
মনুষ্যত্ববোধ টাকে জাগাও।
০৪/০৩/২০২৫ ইং