মনের সুপ্ত বাসনা
--মহাদেব দাশ
কখনো কখনো মনের অগোচরে
লুকিয়ে থাকে সুপ্ত বাসনা।
একটুখানি সুড়সুড়ি পেলেই জাগ্রত
হবে মনের সাধনা।
অন্তরের গভীরে না বলা কথা
যেন জমানো ব্যথা।
হৃদয়ের যাতনা মনের যত বাসনা
যেন শুধু স্বপ্নগাথা।
মনের কথা যায় না বলা, সে যে
কেবলই যাতনাময়।
বুকে সাহস নিয়ে বললে পরে
কিসে আবার দায়।
যদি মনে লাগে ভয়, কিভাবে জয়
প্রকাশ করো নিজেকে।
জাগাও লুপ্ত বাসনা, নয় কোন বঞ্ছনা
জয়ী হতে হবে তোমাকে।
২৫/১১/২০২৪ ইং