মনের আয়না
-মহাদেব দাশ
আমি হতে চাই তোমারই মনের আয়না
ধরতে পারো আমার কাছে নানা বায়না।
ছলনা ছলচাতুরি করবো নাকো আমি
হৃদয় জুড়ে আছো আমার, সে যে তুমি।
সাজতে গেলে ধরো তুমি কত রকম বায়না
আমি না থাকলে পরে, তোমার সাজা হয়না।
লাল টিপ পরে তুমি তাকাও আড়-নয়ণে
আমি দেখে মুচকি হাসি, আমারি ভুবণে।
কাজলকালো নয়ণে মুক্ত বিহনে কতই না রূপ
অংগে তোমার রূপের ছটা, কতই না বিরূপ।
অপর সৌন্দর্য্য দেখে তোমার মুখটি হয় লাল
ক্রোধে পড়ে হিংসে করো, এটাই তোমার কাল।
দেখেছি তোমার রূপ-সৌন্দর্য্য গ্রীবা ও নীল নয়ণ
মুগ্ধ হয়ে প্রেমে পড়ে  প্রশংসার শব্দ করছি চয়ণ।
নিজের রূপ দেখে তুমি কখনো করো না বড়াই
দম টুকু চলে গেলে জ্বলে পুড়ে হবে তুমি ছাই।
২৮/০৯/২০২৪ ইং