মোহ
-মহাদেব দাশ
মোহ হলো একটি সংস্কৃত শব্দ
যার অর্থ হলো মায়া বা বিভ্রম।
হিন্দু শাস্ত্রে মোহকে বলে মুর্খতা,
অজ্ঞতা, যার নেই কোন সম্রম।
মোহ তাৎক্ষণিকভাবে জন্ম নেয়
তীব্র হয়, কিন্তু স্থায়িত্ব কম হয়।
মোহ হিংসাপরায়ণ, আসক্ত করে
আবেগকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়।
ভালোবাসা জন্মায় না, ধংস করে
মোহ স্বার্থপর হয়, শত্রুতা বাড়ায়।
মোহ- হতে পারে প্রেম ভালোবাসা
কিছু পাওয়ার আশায় মোহ জন্মায়।
জৈবিক প্রবৃত্তি থেকে জন্ম নেয় মোহ
ক্ষণিকের মোহে হতে পারে কতকিছু।
যে কোন উদ্দ্যেশে হতে পারে মোহ
মোহ কেটে গেলে দেখবে অন্যকিছু।
১৮/১০/২০২৪ ইং