।। মোদের বন্ধন।।
-- মহাদেব দাশ
আমার ভুবনে তুমি আমার
শুধুই যে আমার
কোন কিছুরই বিনিময়ে
হারাবো না তোমার।
এ পূথিবীতে তোমার সাথে
নেই কোন তুলনা
ভুল করেও তুমি আমার সাথে
করো নাকো ছলনা।
কথা দাও, জীবন মরনে মোরা
সাথী হবো দ’ুজন
আশা করি, চিরদিনই অটুট থাকবে
মোদের এ বন্ধন।