মোদের বাংলাদেশ
- মহাদেব দাশ

লাল সবুজের টানে
আমার সোনার বাংলার গানে
ছুটে আসি বার বার

গ্রাম বাংলার মেঠো পথ
ঈদ পূজো আর উল্টো রথ
ফিরে আসে আবার।

কৃষক মাতে নবান্নেতে
বাংলার সোনালী ধান কেটে
খুশিতে ভরে মন

শাপলা শালুক ঝিলে
দেশের খাল নদী আর বিলে
এ নিয়েই জীবন।

সেই নলেন গুড়ের সন্দেশ
আম জাম আর কাঁঠালের দেশ
আমারারই বাংলাদেশ

একুশ আমার অহংকার
সময় এলো মাথা উচুঁ করে দাঁড়াবার
বিশ্ব জানবে আমার দেশ।