মিথ্যে ও লুকোচুরি
--মহাদেব দাশ
প্রকৃতিতে-
আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা
কখনো মেঘ কখনো বৃষ্টির লুকোচুরি খেলা।
রোদ বৃষ্টির লুকোচুরিকে করো না অবহেলা
বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, তবে বুঝবে ঠেলা।
রাজনীতিতে-
আড়াল করে মুখোশ পরে গেয়ে যাচ্ছে গান
রং মেখে সং সেজে আখের গোছাতে চান।
সদা ব্যস্ত পরের কাজে, নিজের সময় নাই
পকেটটা ভারি হলো কিনা, সেটা দেখা চাই।
সামাজিক যোগাযোগে-
ভুয়াবাজি মিথ্যে লুকোচুরি, মিথ্যে কথা ভাই
চাপার জোরে চলছে সবাই, সত্যের জোর নাই।
ভালো খবর মন্দ খবর এক মুহুর্তেই ছড়াই
রং মেখে সং সেজে ভালো মানুষকে ঠকাই।
অফিস আদালতে-
টাকা দেখলে কাঠের পুতুল, নাকি হা করে থাকে
টাকা বিনে ফাইল নড়ে না, জানে সর্বলোকে।
এটা খাবো, ওটা খাবো, আর কত খাবে ভাই
মোটা ভুঁড়ি একদিন তোমার বাষ্ট হবে তাই।
২০/০৬/২০২১ ইং