মিছে করো ছল
--মহাদেব দাশ
শ্রাবনের ধারার মতো ঝরছে তোমার অশ্রুধারা
মনের আয়নাতে দেখি তোমার ঐ নয়নতারা।
মায়াবি ঐ নয়ণে তোমার, কেন আখি ভরা জল
জেনে শুনে বিষ খেয়েও তুমি মিছে করো ছল।
জীবন নদীর মোহনায় দাড়িয়ে নাহি-বা পেলাম ঠাই
সুরধ্বনি নাহি-বা বাজুক, বাজলো তোমারি সানাই।
ছল করে, বধু বেশে নতুন সাজে হলে অন্যের ঘরণী
লোভে পড়ে চেষ্টা করেও, তার আপন হতে পারোনি।
স্মৃতির পাতায় লেখা ছিল হয়ত-বা তোমারি নাম
অন্তিমে যাত্রার সঙ্গী হলে, বুঝতে তারই কত দাম।
০৮/০৮/২০২১ ইং