মায়ের পূঁজা
--মহাদেব দাশ
দীপাবলীর এই শুভক্ষণে
পূজা করি একমনে।
অশুভ শক্তির বিনাশ করি
আনমনে মাকে স্মরণ করি।
মা হলো জগৎ জননী
ত্রিভুবন পালনকারিনী।
তুমি দুষ্টের দমন করি
শিষ্টের পালন কারি।
শিক্ষা দীক্ষা নেই তো আমার
কেমনে পূজিব চরণ তোমার।
অবুজ সন্তানের পূজা লহ আজ
ক্ষমা চাইতে নেইতো কোন লাজ।
সবশেষে মাগো, এ মিনতি করি যাই
তোমার চরণ তলে পাই যেন ঠাই।