মানবতার গান
--মহাদেব দাশ

দেহে আছে যতক্ষণ প্রাণ
গেয়ে যাবো সাম্যের গান
মোরা মানবতার গান গায়।
হাতে হাত ধরে চলবো
মোরা একসাথে মিলবো
মোরা মানুষের জয়গান গায়।
লক্ষ্য আমাদের এক
স্বৈরতন্ত্র নিপাত যাক
মোরা মানুষের কথা বলি।
হিন্দু মুসলিম ভাই ভাই
আমাদের কোন ভেদ নাই
কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলি।
আর করবো না হিংসা বিদ্বেষ
গড়বো এবার সোনার দেশ
এটাই হোক মোদের অংগীকার।
আমরা করি নাকো ভয়
মোরা করবো এবার জয়
সময় এখন সামনে চলার।
১০/১২/২০১৯