মানবতা
-মহাদেব দাশ
সারাবিশ্বে আজ দিন দিন মানুষ বাড়ছে
আবার মানবতা এবং মনুষ্যত্ব কমছে।
যার ভিতরে আছে মনুষ্যতা, মানবতা
সবচেয়ে সে আজ সবচেয়ে ধনী ব্যক্তি।
অপরের দুঃখ দেখলে যে বেশি খুশি হয়
সেই সমাজের সবচেয়ে ঘৃনিত ব্যক্তি।
টাকার লোভে নিপতিত হয়েছে যে
মনুষ্যত্ব বিবেক, হারিয়ে ফেলেছে সে।
যার অন্তরে জন্ম নেয় লোভ ও স্বার্থপরতা
মানব জীবন থেকে শেষ হয় তার মানবতা।
অন্যকে সাহায্যের চেয়ে বড় হয় না কর্ম
দুনিয়াতে মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম।
মোরা না হিন্দু, না খৃষ্টান, নাই মুসলমান
মানবতা ধর্ম, মানবতাই মোদের ইমান।
আজ সারাবিশ্বে মানবতা শুধুমাত্র নামেই
স্বার্থের লোভে মানবতা সেখানে হারবেই।
গাছ-গাছালি, পশু-পাখির আছে নানা প্রজাতি
একই রক্ত-মাংসে গড়া, মানুষ কেন ভিন্ন জাতি ?
সফলতা পেতে হলে নিরন্তর পরিশ্রম প্রয়োজন
সুন্দর সমাজ গড়তে হলে মানবতা প্রয়োজন।
সাদা আর কালো- রং দেখে করো না বিচার
মানব জাতি বড় জাতি, মানবতাই অহংকার।