মানব সেবা
-মহাদেব দাশ
মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম
ইহার উপরে কোনকিছুই নাই।
মানুষের সেবাশশ্রুসা  করা
সে তো পারে না সবাই।
বিশ্বমাঝে মানুষের সেবা
সে যে অনন্য, শুধু একটাই।
সেবা করে মাদার তেরেসা
বিশ্ব মাঝে হয়েছিল মহান।
ছোট বড় গরীব দুখি মানুষ
তার কাছে ছিল সবই সমান।
আজকের এই যুগে দাঁড়িয়ে
সেবা করে লোক দেখানো।
সত্যিকারে মুখোশের আড়ালে
মনের ভিতর ময়লা জমানো।
ক্ষুধার রাজ্যে সবই তুচ্ছ হয়
অন্নের জন্য মরিয়া হয়ে যায়।
অন্নহীনে অন্ন তুলে দিলে
এককথায় ভগবান মেলে।