।। লাশের মিছিল।।
--মহাদেব দাশ
লাশ আর কত লাশ চারিদিকে শুধুই লাশ
কান্নার মিছিল হচ্ছে ভারি।
হাসপাতাল মর্গে শ্মশানে সমাধিস্থল আর গোরস্থানে
শুধুই লাশের সারি।।
স্ত্রী পুত্র বন্ধু-বান্ধব যত কাঁদছে শুধু অবিরত
চারিদিকে চলছে হাহাকার।
করোনার করাল গ্রাসে জীবন যাচ্ছে অনায়াসে
এ দুঃখ নাহি ভুলিবার।।
জন্মিলে মরিতে হবে সব কিছু পড়ে রবে
অকালেই শেষ হলো যার।
যার জ্বালা সেই বুঝে অন্যের দুঃখ নাহি খুজে
সাধ্য নেই, আর কাঁদবার।।
সময় থাকতে হও সাবধান খুজতে হবে এর সমাধান
স্বাস্থ্য বিধি মেনে চলো তবে।
যদি তুমি চলে যাও আপনজনকে ভেবে নাও
সব কিছু শুন্য পড়ে রবে।।
চারিদিকে লাশের গন্ধে সকাল বিকেল কিবা সন্ধ্যে
আকাশ বাতাস হচ্ছে ভারি।
আর অকালে মৃত্যু নয় করোনাকে করো ভয়
অহেতুক নাহি ঘুরিফিরি।।
০৫/০৫/২১ ইং