লাল সবুজের দেশ
--মহাদেব দাশ
লাল সবুজের দেশ, সুজলা সুফলার দেশ
এরই নাম বাংলাদেশ
নদীর কলতান আর পাখির কুহুতানে ভরা
রাখালের সুরধ্বনির এ দেশ।
আম কাঠালের সুনিবিড় ছায়াতে বাউল মনের
এক তারাটা গান গেয়ে যায়
দিগন্তশারী বিস্তীর্ণ সবুজ মাঠে রাখালেরা আপনমনে
বাঁশি বাজায় আর গান গায়।
শাপলা দিঘীতে হাসেরা খেলা করে, মাছরাঙারা তখন
মৎস্য শিকারের তপস্যায় রত থাকে
শঙ্খ চিলেরা মর্ম বিদারী আর্ত বিলাপে, ঘুঘুর কান্নাতে,
ঘুম ভাঙ্গে আজানের ডাকে।
জেলেরা নদীতে মাছ ধরে, চাষীরা হালের বলদ নিয়ে
ব্যস্ত থাকে জমি চাষে
মেয়েরা নৃত্যময় ছন্দে ঢেঁকিতে ধান ভানে, শান্তির নীড়
এ গ্রাম, সবুজে ভরা ঘাসে।
সরল মনের চঞ্চলতায় ভরা, ঈদ,পূঁজা পার্বন ও মেলায়
মিলে মিশে হই একাকার
বিরানব্বই হাজার গ্রামের মানুষের চঞ্চলতায় মুখরিত হয়ে
পেয়েছি আত্মতৃপ্তির অধিকার।
০৭/০৬/২০২০ ইং