কুরবানি
--মহাদেব দাশ

নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে আল্লাহের নামে
জবাই করা হলো কুরবানি।
”কুরবুন’ মূল ধাতু থেকেই নির্গত
শব্দই হচ্ছে কুরবানি।
সবচেয়ে প্রিয় বস্তুুটাকে আল্লাহর
সন্তুষ্টির জন্য উৎসর্গ করা।
আর এক অর্থে- মহান আল্লাহর
নৈকট্য লাভ করা।
কুরবানির মাংস বা রক্ত আল্লাহর
কাছে পৌছায় না
নিষ্ঠাপূর্ণ আল্লাহ-সচেতনতা ছাড়া
আর কিছু পৌছায় না।
২৮/০৬/২০২৩ ইং