।। করোনায় সচেতনতা।।
- মহাদেব দাশ
করোনা মোকাবেলায় চাই জনসচেতনতা
চাই ধনী গরীব সকলেরই সংপৃক্তততা।
ধনী বিত্তবান মহাজনেরা এগিয়ে আসুন
সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলুন।
দু’মুঠো ভাতের জন্য আজ যারা অসহায়
একটু সাহায্যের হাত বাড়ালেই হয়ে যায়।
বিপন্ন জাতি বিপন্ন দেশ আজ বিপন্ন পৃথিবী
কাল হয়তবা পড়ে থাকবে তোমারই ছবি।
তুমি থাকো অট্টালিকায়, আমি কুঁড়েঘরে
কে জানে, আগে পিছে কেই বা মরে।
বন্ধু বান্ধব স্ত্রী পুত্র বিদেশ থাকে তোমার
করোনায় আক্রান্তের ঝুঁকি কম আমার।
আমি ছুটি পেটের জ্বালায় ভ্যান রিক্সা নিয়ে
তুমি টিভির সামনে খবরের হেডলাইন দিয়ে।
পেটের জ্বালা বড় জ্বালা কেউ সইতে নারে
এই কথাটি বুঝতেই সকলেই কি পারে ?
করোনা মোকাবেলায় সকলকে সচেতন করতে ও অসহায় খেটে খাওয়া গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার এই কবিতা। ভুল ক্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। দু’বেলা দু’মুঠো ভাতের জন্য যাদের প্রতিনিয়ত যুদ্ধে নামতে হয়- তাদেরকে নিয়ে আমার এ লেখা মাত্র।