করোনায় ঈদে বউয়ের বায়না
--মহাদেব দাশ
ঈদে খোকা খুকির বায়না আমি যেতে চায়না
তবুও ওর মা কথা শোনে না
শেষে সবার অনুরোধে আমি পড়লাম ক্রোধে
তবুও ফেলতে পারলাম না।
খোকাখুকির জামা চাই ওদের মা খুশিতে তাই
সাজতে বসলো আয়নায়
বললাম করোনার কথা ঘুরে বেড়াচ্ছে যথাতথা
বের হলে মরবো করেনায়।
তবুও মার্কেটে যেতে হবে নতুন কাপড় কিনতে হবে
না হলে নাকি ঈদ হবে না
আমার ছেলে মেয়ে ছোটো তাই বুদ্ধি আনেক খাটো
কিন্তু ওদের মা তো ছোট না।
বউয়ের জিদ একটাই জামাকাপড় কসমেটিক্স চাই
নইলে কথা নাকি আর হবেনা
আমি পড়লাম বিপদে কি হবে এই আপদে
কোন কুলকিনারা খুঁজে পায়না ।
শেষে বউ ছেলেমেয়ে নিয়ে চলে গেলাম শপিংয়ে
বউয়ের পছন্দ হতে চায় না
এটা নয় ওটা চাই কোনটাতে ভালো লাগবে তাই
বউ তো ভেবে পায় না।
রেগে গিয়ে বললাম আমি বেশী দেরি করবে না তুমি
বলেছিলে তুমি যে আমার
শেষে কেনাকাটা হলো ভাই বৌয়ের পছন্দ হতে নাহি চাই
বুঝি না, কি যে পছন্দ তোমার।
্এবার ফিরতে হবে বাড়ীতে ছেলেমেয়ে চাচ্ছে খাইতে
চলো এবার বেকারীতে যাই
খেয়েদয়ে চড়ে বসলাম গাড়ী চলে আসলাম নিজের বাড়ী
জ্বরেতে গা হাতপা পুড়ে যায় ।
সেই সাথে হাঁচি কাশি রাতে শুয় আর উঠে বসি
বউ করে এ কি হাই হাই
করোনা কেউ আমার মত ভুল মন করো সুদৃঢ় স্থুল
করোনতে হয়তবা মরে যায়।