করোনায় ঈদ
--মহাদেব দাশ
পবিত্র ঈদের খুশিতে সকলের মন ভরাতে
থাকে ব্যাপক আয়োজন
করোনায় এবারের ঈদে মানুষের জীবন বাঁচাতে
কত কিছু বাদ দেয়া প্রয়োজন।
পূজো বলো ঈদ বলো অনেক কিছু এড়িয়ে চলো
যদি প্রাণে বাঁচতে চাও
আজ নয় কাল পাবে সেদিন মন ভরে যাবে
সৃষ্টিকর্তাকে ডেকে যাও।