করোনায় ব্র্যাকের কর্মীর ভাবনা
-মহাদেব দাশ
ব্র্যাকের ফিল্ডের কর্মীরা যত, দুঃশ্চিন্তায় পড়ছি তত
আস্তে আস্তে দিন যাচ্ছে যত, ঘুরপাক খাচ্ছি অবিরত।
কি জানি কি হয়, নাকি করোনায় আক্রান্ত হয়
বাবা মা স্ত্রী পুত্রের সাথে কি শেষ দেখাটা হয়।
থাকতে হবে কর্মস্থলে, মানুষ সচেতন হলে
নিজের নয়, দেশের দশের লাভ সকলেই বলে।
সকল কর্মী বুঝে এটা, মানছে না ফ্যামিলি সেটা
একের পর এক হেড অফিস প্লান দিচ্ছে এটা সেটা।
আমি আক্রান্ত হলে পরে, দেখা আর হবে নারে
বাবা মা স্ত্রী পুত্র বন্ধুবান্ধব কেঁদে বেড়াবে অগোচরে।
আমি যদি মরে যাই, স্ত্রী পুত্র করবে হাই হাই
এ পৃথিবীতে তাদের দেখার আর কেউ নাই।
মাঠের কর্মী আমরা, সর্বদাই ঘুরে বেড়াই মোরা
মোদের জীবনের মূল্য নেই জেনে নিও তোমরা।
বাবা মা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন শুনে রাখ সবাই
এ জীবনে দেখা না হলে সব কিছু মাফ করো ভাই।