করোনার আতংক
- মহাদেব দাশ
মরন ঘাতি ব্যাধি নামটি হলো করোনা।
মনের ভুলেও কেউ অবহেলা করো না।।
শুধু এ দেশ নয় পৃথিবীতেই রোগটা নতুন।
আতংক নয়, আগে এ সম্পর্কে জানুন।।
করোনা হলে সব লোকের নয়রে মরন।
ভুল করলে কিছু লোকের যাবে জীবন।।
ঘরের বাহিরে যেও না, করোনাতে পড়ো না।
রোগীর কাছে যেও না, নিজেকে ঝুঁকিতে ফেল না।।
বিদেশ থেকে এলে পরে পাঠাও তাকে করেন্টাইনে।
অবহেলা করলে পরে জীবন যাবে মাত্র চৌদ্দ দিনে।।
তুমি যদি একা রবে, অন্য সবাই বেঁেচ যাবে।
বউ ছেলে মেয়ে মা বাবা ঝুঁকিতে না রবে।।
নিজে বাঁচো অন্যকে বাঁচাও এটাই হোক কর্ম।
মানুষকে বাঁচানোর চেয়ে বড় নেই কোন ধর্ম।।