করো না বড়াই
--মহাদেব দাশ
সুরের মোহনাতে, রাতের জোছনাতে
তোমার দেখা পায়না
আমার কল্পনাতে, মনের আয়নাতে
শুধুই তোমার ছলনা।
মনের অজান্তে, কবির কাব্যের প্রান্তে
তবুও তুমি আসো না
যত দুরে থাকো, নিজেকে লুকিয়ে রাখো
দাও মোরে যন্ত্রনা।
দুর নীলিমার পাহাড়ে, অনিদ্রা আর আহারে
চলছে জেতার লড়াই
দু’দিনের সংসারে, তোমার রূপের অহংকারে
কেন করছো বড়াই।
উঁচু পাহাড়ের চুড়ায় বসে, মনে ভাবো অবশেষে
মোর সমান আর কেউ নাই
নিচের সবাই ছোট, নিজের বুদ্ধিকে করো খাটো
মিথ্যের বেসাতি করোনা ভাই।
আমি আর তুমি, সৃষ্টির সমান সমান জানি
করো না কোন ভেদাভেদ
নিজেকে বড় ভাবলে, সৃষ্টি যাবে রসাতলে
থাকবে না তোমার জেদ।
২৮/০৮/২০২০ ইং