কোন এক অবেলায়
--মহাদেব দাশ
ক্ষণে ক্ষণে খুব বেশি মনে পড়ে তোমাকে
তবুও তোমাকে খুঁজে বেড়ায় সবার অলোকে।
তোমার সেই মায়াবী দুটি নয়ন কেশভরা চুল
শুধুই মায়াজালে আচ্ছাদিত, আমারি ছিল ভুল।
মিথ্যের মায়াজাল ? নাকি এটা নিছক অভিনয়
আজও পেলাম না, তোমার সঠিক পরিচয়।
মিথ্যে দিয়ে শুরু, আর মিথ্যে দিয়ে শেষ
ঠিকানা খুঁজতে মোর জীবনটাই নিঃশ্বেষ।
জানি তুমি ফিরবে না, জীবনে আমার
স্মৃতিটুকু রেখে দেব হৃদয়ে আমার।
হয়তবা দেখা হবে, কোন এক অবেলায়
কাঁচের ফ্রেমে বন্দী হয়ে থাকবো অবলীলায়।
২২/০৭/২০১৯