কল্পনায় আঁকা ছবি
--মহাদেব দাশ
তুমি দিয়েছিলে কথা দেবে নাকো ব্যথা
আমার এ জীবনে
আমার এ জীবনে হায় যদি দেখা নাহি পায়
রাখবো স্মৃতি স্মরণে।
স্মৃতির কল্পনাতে আঁকা বাস্তবেতে দেখি ফাঁকা
কেবল তোমারই ছবি
তোমার আমার স্মৃতি না পেয়ে কোন গতি
কল্পনার ফ্রেমে বন্দি কবি।
জোছনা রাতে লেগেছে ভালো জোনাকিরা দেয় আলো
তুমি ছিলে মোর পাশে
আজ শ্রাবণে তোমাকে নিয়ে নিঝুম ঘরে প্রদীপ জ্বালিয়ে
তাকিয়ে আছি দুর আকাশে।
হয়তবা জানি আসবে না আমাকেও তুমি খুজবে না
দুরের কোন নীলিমায়
আমি খুজে ফিরি বারবার স্মৃতির রোমন্থনে আরবার
আমার মনের মনিকোটায়।
সাদা মেঘের পালক গুলো ঘুরে বেড়ায় এলোমেলো
আলতোভাবে দোলা দিয়ে যায়
তুমি এলেকেশি চুলেতে সারাক্ষণ ঘুরে বেড়াতে
আমারই চোখের ছোঁয়ায়।
২৩/০৫/২০২০