কিছু কিছু
-মহাদেব দাশ
কিছু কিছু কথা আছে- যাহা বলা যায় না
কিছু কিছু ভাষা আছে- ব্যক্ত করা যায় না।
কিছু কিছু ব্যথা আছে- সহ্য করা যায় না
কিছু কিছু গান আছে- গাওয়া যায় না।
কিছু কিছু স্মৃতি আছে- কখনো ভুলা যায় না
কিছু কিছু দাগ আছে- বিলীন হয় না।
কিছু কিছু ফুল আছে- প্রস্ফুটিত হয় না
কিছু কিছু ভুল আছে- শোধরানো যায় না।
কিছু কিছু সময় আছে- শেষ হতে চায় না
কিছু কিছু ক্ষত আছে- শুকাতে চায় না।
কিছু কিছু মুহুর্ত আছে- ফিরে পাওয়া যায় না
কিছু কিছু স্বপ্ন আছে- বাস্তবে রুপ নেয় না।
কিছু কিছু উদ্দেশ্য- কখনো সফল হয় না
কিছু কিছু গন্তব্যে- পৌছানো যায় না।
০৪/০৫/২০২৩ ইং