কি যাদু আছে ঐ বাঁশিতে
-মহাদেব দাশ
কৃষ্ণ প্রেমে পড়ে রাধারাণী,
হলো পাগলিনী
বাঁশীর সুরে ঘর ছাড়লো
রাই বিনোদিনী।
বাঁশির ঐ সুরে পাগল করে
কি যাদু আছে বাঁশিতে
পিরিতে মজিয়া, প্রেমেতে পড়িয়া
ঘরেতে না পারি থাকিতে।
পোড়ার ঐ বাঁিশ, কালার ঐ বাঁশি
বাজে যখন তখন
অন্তর দহনে মরি, বেরহতে না পারি
করি কি এখন।
কিভাবে হবে দেখা, বলো না সখা
উপায় নাহি পায়
বাঁশির হবে না মরণ, পাবো কি চরণ
মন তাহা চায়।
১৭/০৯/২০২৩ ইং