ক্ষুধার রাজ্য
         -মহাদেব দাশ

ক্ষুধার রাজ্যে পৃথিবী নাকি গদ্যময়
ভালোলাগা রূপ ছন্দ সব হারিয়ে যায়।
পেটের ক্ষুধার অনুভুতি তীব্র ও প্রচন্ড
ছন্দ সুর তাল হারিয়ে হয় বিবর্ণ ও ভন্ড।
অসংখ্য মানুষ কাটাচ্ছে মানবতার জীবন
ক্ষুধা তৃষ্ণা কষ্ট যন্ত্রনা আর অভাব অনটন।
ক্ষুধার্ত মানুষের আজ নেই কোন আনন্দ
অন্ন বস্ত্র বাসস্থানের জন্য করে শুধু দ্বন্দ।
ধনতান্ত্রিক সভ্যতায় তৈরী করা এই সংকট
কৃত্তিমভাবে গেড়ে বসেছে পৃথিবীতে প্রকট।
গদ্যময় ভুবনে ক্ষুধার্ত মানুষের ধরো না টুটি
পূর্ণিমার চাঁদ যেন হয় নাকো ঝলসানো রুটি
মানব জীবনের প্রথম চাহিদা করো গো পুরন
ক্ষুধার নিবৃত্তির সাধনাই হোক প্রথম সাধন।
১৮/০৭/২০২১ ইং