ক্ষমা করো
--মহাদেব দাশ

বসে আছি একাকি মনে
করোনায় মরার কথা শুনে
যত ভাবি মনে করবো না
তবুও কেন ভুলতে পারি না।

এ জীবন চলে গেলে
সব কিছু যাবে বিফলে
আপনজন কেঁদে বেড়াবে
স্মৃতিটুকু পিছে পড়ে রবে।

আমি হতে পারি আক্রান্ত
পিছনে নেই কোন চক্রান্ত
এটা মোর কপালেই ছিলো
না হলে কেমনেই বা হলো।

আমি সত্যি যদি চলে যাই
ভুল হলে ক্ষমা করো সবাই
প্রিয়জন হয়তবা মিস করবে
কয়েকদিন পরে ভুলে যাবে।

একান্তই যদি মনে পড়ে যায়
নিভৃতে স্মরণ করিও তায়
দুর থেকে বলে যাবে তুমি
ছায়া হয়ে পাশে থাকবো আমি।