খাঁচার পাখি
- মহাদেব দাশ
খাঁচা ছেড়ে পাখি একদিন চলে যাবে
শুন্য এ খাঁচা দুনিয়াতে শুধুই পড়ে রবে
জলের মাছ জলে যেমন পাখি বিনে খাঁচা তেমন
দুনিয়াতে শুধু বাড়ায় মায়া মমতা শোভা বর্ধন
অনেক যত্ন করে আদর করে পুষলাম এ পাখি
কখনো কি জানতাম পাখিটা একদিন দেবে ফাকি
ফকির লালন এর মতে এই খাঁচা কাঁচা বাঁশের
দম ফুরালেই শেষ হবে আসলেই জীবনটা তাসের ঘরের
যেদিন দয়াল ডাক দিবে সেদিন তো যেতে হবে
তাইতা যাওয়া আসার কোনো টিকেট না লাগবে
আসার সিরিয়াল আছে কিন্তু যাবার সিরিয়াল নাই
দুদিনের জন্য তাইতো বলি জগড়া বিবাদ কোনো করো ভাই