খাঁ খাঁ রোদ্দুর
-মহাদেব দাশ
তপ্ত দুপুর. খাঁ খাঁ রোদ্দুর, আজ খন্ডিত হৃদয়
তৃষিত পাষাণ, শুষ্ক ধরনী, প্রকম্পিত বলয়।
নির্বিক হাহাকার, মৃতপ্রায় লতাপাতা, শুষ্ক তৃণ
অভিশপ্ত ধরা, খাল-বিল মরা, অসহায় যেন।
বিধাতা বিমুখ, সৃষ্টিতে অসুখ, নির্জিব প্রকৃতি
যবে তৃষ্ণামতি, অসহায় পশুপাখি, নেই শকতি।
অবারিত প্রাণ, নির্লিপ্ত জান, বিলুপ্তপ্রায় প্রজাতি
তীব্র খরায়- নেই সেই শ্রীতি, সবুজহীন প্রকৃতি।
মাঠ-ঘাট চৌচির, ভ্রমরেরা অস্থির, শুধুই হতাশা
কোথাও নেই পানি, শুকাচ্ছে জানি, নেই আশা।
কাল বৈশাখী কোথায়, শৃন্য সেথায়, সবই ইতিহাস
তাপমাত্রা হাই, শান্তি খোঁজে তাই, নাকি পরিহাস।
০৫/০৪/২০২৪ ইং