কালোরূপে মা দিগম্বরী
--মহাদেব দাশ
কে বলেরে মা তোর, অঙ্গ কালো
কালোরূপী মা যে তুই, জগতের আলো।
জগত সংসার বাঁচাতে, ধরলি যে তুই কালোরূপ
মাগো, তোর এ সন্তানের চোখে তুই যে অপরূপ।
কে করে তোর রূপের বিচার, এমন সাধ্য কার
তুই বিনে এ জগত সংসার, শুধুই অন্ধকার।
আপন ত্যেজে মাগো, তুই যে বলীয়ান
তোর সামনে কেমনে মোরা হবো আগুয়ান।
কালোরূপে দিগম্বরী, তুই যে আমার মা
অধম সন্তানেরে তুই করে দে ক্ষমা।
সাধন ভজন নাহি জানি, নাহি শিক্ষা দিক্ষা
অন্তিমকালে মা তোর পাই যেন চরণ ভিক্ষা।
২৪/১০/২০২২ ইং