কালো মেয়ে
--মহাদেব দাশ
কালো মেয়ে লাগে ভালো, যদি থাকে মন
হৃদয় দিয়ে দেখলে পরে, হয় যে আপন।
কালো মেয়ের অন্তর ভালো, যদি খুজে পাও
আদর ভালোবাসা সবই পাবে, তুমি যা চাও।
কালো, সে তো কালো নয়, দেখো ভালো করে
কালো জগতের আলো, দেখলে নয়ণ ভরে।
আলোর কি বা মূল্য, যদি না থাকে অন্ধকার
অন্ধকার আছে বিধায়, আলোর এত অহংকার।
ভালো মেয়ে দেখতে ভালো, যদি না থাকে মন
হৃদয়খানি পাবে না, হবে না তো একমন।
কালো আর ধালো, পৃথিবীতে সবই সমান
অন্তর দিয়ে দেখলে পরে, নয়তো কেউ অসমান।
১১/০৭/২০২০ ইং