জয় মা দূর্গা
--মহাদেব দাশ
তোরা ঢাক বাজা, কাসর বাজা, উলুধ্বনি দে
মা এসেছে, মা এসেছে, তোরা শঙ্খধ্বনি দে।
বছর পরে আসলো মা, তুমি যে-জগৎজননী
সৃষ্টি স্থিতি লয় তুমি. তুমি যে পালনকারিনি।
তুমি আদ্যাশক্তি মহামায়া, অশুভ নাশিনী
তুমি হিমালয় কন্যা, তুমি অসুর বিনাশিনী।
মঙ্গলময়ী মা তুমি, জগৎমাতা, তুমিই ত্রিনয়ণী
শারদ প্রাতে তাইতো মোরা, গাই যে আগমনী।
মহালয়ার মধ্য দিয়ে তোমার হয় আগমন
মহাষষ্ঠীতে মা দূর্গার হবে যে বোধন।
সপ্তমীতে ধুনচি নাচের হবে আয়োজন
মায়ের কোলে নিরাপদে থাকবো সারাক্ষণ।
অষ্টমীতে লুচি খাবো, ঘুরে বেড়াবো
নবমীতে অঞ্জলী দেব, অসুরটাকে বলি দেব
দশমীতে দূর্গা মায়ের হবে বিসর্জন।
মা থাকবে কতক্ষণ, এবার যাবে বিসর্জন
বলো দূর্গার ময় কি, জয়। দূর্গা মায়ের জয়।
মা দূর্গার জয়, আমার দূর্গা মায়ের জয়।
১১/১০/২০২১ ইং