জোছনা বিলাস
--মহাদেব দাশ
লোকে বলে-
চাঁদেরও আছে নাকি একরাশ কলঙ্ক
তবুও চাঁদ দেয় আলো।
লোকে খারাপ বললেও- তুমি নিঃকলঙ্ক
আমার চোখে তুমি ভালো।।
নিঃসঙ্গ জোছনা রাতে চাঁদের আলোয়
একান্ত পথিক আমি।
মনের অবলীলায় হরিষে আপন দোলায়
ভাবাবেগ ঘটায় অর্ন্তযামি।।
জোছনার আলোতে বদনখানি তোমার
একঝলক দেখার আশায়।
মিথ্যে লুকিয়ে আছো তুমি ঐ জোছনার
মত অন্ধকার ধুয়াশায়।।
জোছনা রাতের স্নিগ্ধতায় হৃদয়ের স্বপন
অনুভুতিগুলো দোল খায়।
রূপালি চাঁদের আলোয় মনের গোপন
স্মৃতির পাতা উল্টায়।।
জোছনা রাতে প্রকৃতির মায়াবী আলো
হারিয়ে যায় মন।
তোমার উষ্ণতার পরশে জ্বালো আলো
ধন্য হোক এ জীবন।।
৩১/১২/২০২৪ ইং