জীবন তরণীর যাত্রী মোরা
-মহাদেব দাশ
জীবন যুদ্ধের তরণীতে
আমরা সবাই যাত্রী
কখন মোদের ডাক আসবে
তাই গুনছি দিবারাত্রি।
মাঝ দরিয়ায় উঠলো ঝড়
যাত্রীরা সব হুশিয়ার
এদিক ওদিক করো নাকো
একমন হলে হবো পার।
দরিয়াতে আছে অথৈ পানি
শক্তহাতে ধরো হাল
মিছে মায়ায় ঘুরতে ঘুরতে
কেটে গেল অনেক কাল।
ভোর হয় বিকেল আসে
চলে যায় বেলা
দেখতে দেখতে চলে গেল
বাকি শুধু পড়ন্তবেলা।
শেষ বেলাতে ঈশ্বরের কাছে
এই মোর প্রার্থনা
তোমার পায়ে নত আমি
পার করিতে ভুলনা।