যেদিন ডাক আসবে
-মহাদেব দাশ
দু’দিনের দুনিয়ায় ভালো মন্দটা খোজা চাই
আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই।
চারিদিকে মারামারি হানাহানি কাটাকাটি চলছে
রাতারাতি অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলছে।
আজ মরলে কাল দু’দিন, কেন কর বাড়াবাড়ি
অর্থ সম্পদ পড়ে থাকবে, মাটিতে খাবে গড়াগড়ি।
তোমার নিজের বলতে কিছুই থাকবে না সেদিন
চলেযাবে সেভাবে, যেভাবে এসেছিলে যেদিন।
ভাই বল, বন্ধু বল, স্ত্রী বল, কেউ আপন নয়
মিছে মায়াতে পড়ে তুমি দুনিয়াকে কর জয়।
যেদিন ডাক আসবে, সেদিন চলে যেতে হবে
জমিজমা বাড়ী গাড়ী স্ত্রী পুত্র সবই পড়ে রবে।
মুসলিম হলে কবরেতে হবে ঠাঁই
হিন্দু হলে শ্মশানে পুড়াইয়ে ছাই